শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে, নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৮ পিএম, ৩ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:২৯ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কুদ্দুস বেপারী নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও ১৭ জন আহত হয়।
আজ মঙ্গলবার সকালে ঈদের জামাত শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস বেপারী চিতলিয়া ইউনিয়নের মজুমদ্দার কান্দি গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চিতলিয়া ইউনিয়নের মজুমদ্দার কান্দি গ্রামে ঈদের জামাত শেষে স্থানীয় আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস বেপারীসহ প্রায় ১৭ জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা কুদ্দুস বেপারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।