মনোহরগঞ্জের নিহত যুবদল নেতা জয়নালের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ২৭ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:১২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আগামীর বাংলাদেশ, জননেতা তারেক রহমানের "ঈদ উপহার" পেলেন ২০১৯ সালে ধারালো অস্ত্রে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এলোপাথাড়ি জখমে নিহত হওয়া কুমিল্লা দক্ষিন জেলাধীন মনোহরগঞ্জ উপজেলার শরসপুর ইউনিয়ন যুবদল নেতা জয়নাল আবেদিনের স্ত্রী ও কন্যাসন্তান।
উল্লেখ্য ২০১৮'র কথিত জাতীয় নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে থাকার পর ওইদিন কারাগার থেকে মুক্তি পেয়ে শরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের নিজবাড়ীতে যায় জয়নাল। বাড়ীতে গিয়ে ছবির এই কন্যা সন্তানটির জন্যে খাবার কিনতে জয়নাল নিজবাড়ীর সামনের দোকানে আসে। সেখানেই একা পেয়ে আওয়ামী সন্ত্রাসীরা জয়নালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
মুমুর্ষ অবস্থায় জয়নালের নিকটাত্বীয়রা প্রথমে তাকে পার্শবর্তী নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ীর একটি হাসপাতালে নেয়। তার অবস্থা গুরুতর হওয়ায় ওই হাসপাতাল কতৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে প্রেরন করে। ওইদিন রাতে ঢাকায় আসার পথেই জয়নালের মৃত্যু হয়।
গতকাল ২৬ এপ্রিল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের "ঈদ উপহার" নিহত জয়নালের স্ত্রী, সন্তানের হাতে তুলে দেন কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। জেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দও আনোয়ারুর হকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় লাকসাম পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান লাকসাম উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান ফারুকও উপস্থিত ছিলেন।