চট্টগ্রামে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ এএম, ২৫ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৮:০১ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
গণতন্ত্র পূর্ণপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার প্রদানকালে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারন সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দেশ আজ খুন-গুমের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিনেই কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে। এক অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই দিনাতিপাত করছে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে, গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে।
আজ রবিবার (২৪ এপ্রিল) তারেক রহমানের প্রদান করা ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়ার সময় মুহাম্মদ শাহেদ এসব কথা বলেন।
শাহেদ বলেন, আজকে গুম-খুন, গ্রেপ্তার-নির্যাতন বন্ধ করতে হলে সবার আগে জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরী। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটা লুটপাটের দলে পরিণত হয়েছে। লুটপাট করে, সম্পদ লুট করে, বিদেশে পাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতেন্ত্রর আন্দোলনে সবাইকে শরিক হয়ে গণঅভ্যূত্থান ঘটাতে হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের শহীদ হুমায়ুন কবির, শহীদ মোহাম্মদ সেলিম, শহীদ মোহাম্মদ নাছির, শহীদ সাইদুল ইসলাম ও শহীদ হারুন চৌধুরী এবং পঙ্গু মোহাম্মদ ইয়াছিন, মো. আরাফাত ও ইসমাইল হোসেন রাজিবের পরিবারকে ঈদ উপহার সামগ্রীগুলো পৌছে দেওয়া হয়।
উপহার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন সহসভাপতি ইকবাল হোসেন, নুর আহম্মেদ গুড্ডু, আবু মুসা, দিদার ফেরদৌস, জসিমুল ইসলাম কিশোর, মো: আলি সাকী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, ইকবাল পারভেজ, সম্পাদক সহ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মঞ্জুর আলম মঞ্জু, হামিদুল হক, জাহাঙ্গীর আলম মানিক, হোসাইন, আহবায়ক গিয়াসউদ্দিন টুনু, কুতুবউদ্দিন, বজল আহমেদ, সদস্য সচিব শওকত খান রাজু, হাবিবউল্লাহ রাজু, তাজউদ্দীন তাজু, যুগ্ম আহবায়ক রাসেল আকাশ, মো. সেলিম, রিদোয়ান জনি প্রমুখ।