জিয়া পরিবারের প্রতি আক্রমণ ও হিংসায় মেতে উঠেছে অবৈধ সরকার - আহমেদ আলী মুকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২১ পিএম, ১৫ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:০৬ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতা করার মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের লিভ টু আপিলের আবেদন খারিজ করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশনা দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন ডাঃ জোবাইদা রহমান দেশের একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। একদিকে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধু। সরকার অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই মামলাটি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রেখেছে। অথচ এই মামলার কোনো ভিত্তি নেই।
মূলত জিয়া পরিবারকে হেয় করার জন্য বানোয়াট, কাল্পনিক ও অসত্য মামলা দায়েরের ধারাবাহিকতারই অংশ ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে এই মামলা। ১/১১ এর জরুরি সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ সেই জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী সরকারের আন্দোলনের ফসল। শেখ হাসিনার দুর্নীতিবাজ সরকার লুটপাট, গুম, হত্যা, সন্ত্রাস,সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসন সব কিছু থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নেয়ার জন্যে একের পর রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে শহীদ জিয়ার পরিবারের প্রতি আক্রমণ ও হিংসায় মেতে উঠেছে। স্রেফ এক হিংসা আর কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই ডাঃ জোবাইদার মতো উচ্চ শিক্ষিত ও দেশের একজন মেধাবী ডাক্তারকে এভাবে অপমান করেছে। দেশের আইন আদালত ধ্বংস হয়ে গেছে। এ আদালতের মাধ্যমেই আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কোনো প্রমাণ নেই, এর পরেও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার নাম দেয়া হয়েছে। জোবাইদা রহমানকেও আজ সরকার ভয় পায় বলে তাকে দেশে আসতে দিতে চান না। এ সরকার ভোটারের মেন্ডেট ছাড়া এক সরকার। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকারের এই কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ, ঘৃণা ও নিন্দা জানাই।