সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৬ পিএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:৫০ এএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, শত বাঁধা বিপত্তির পরও আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুন:রুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবো।
আগামী ৪ ফেব্রুয়ারী বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের মাধ্যমে প্রমাণ হবে এই সরকার আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারী বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে জামালপুরে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্টেশন রোডের বিএনপি কার্যালয় থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে শহরের প্রধান সড়কের দু’পাশে পথচারী, চালক, দোকানদার ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করে কালিঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
ওয়ারেছ আলী মামুন আরও বলেন, এই সরকার ক্ষমতার মসনতে যতদিন থাকবে এই দেশ তত তারাতারি ধ্বংসের দিকে ধাবিত হবে। আগামী দিনে এই সরকার পতনের যে কর্মসূচি ঘোষণা করা হবে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে ওই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবো। তিনি নেতাকর্মীদের সেই কর্মসূচিগুলোতে স্ব স্ব উদ্যোগে অংশগ্রহণ করার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।