দেশের বিচার ব্যবস্থা সহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে : দীপ্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০১ এএম, ৩ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৫৬ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেছেন, দেশের বিচার ব্যবস্থা সহসকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এই অবৈধ সরকার।
আজ শনিবার (২ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দুঃস্থ, হতদরিদ্রদের মাঝে আকবরশাহ থানা যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলনের কোন বিকল্প নেই। তার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজ ঐক্যবদ্ধ হলেই বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব।
আকবর শাহ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ'র সভাপতিত্বে ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ ইউনুছের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর আকবরশাহ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, থানা বিএনপির সহ- সভাপতি জামাল উদ্দিন কোম্পানি, মমতাজ বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক মীর জাহাঙ্গীর, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগীর, ৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ চৌধুরী, শাহাদাত হোসেন, মিজানুর রহমান রাজু, শামীম আহমেদ আকবরশাহ থানা যুবদল নেতা পেয়ার আহমেদ আলী, ইমাম উদ্দিন তারেক, মোশাররফ, মিজানুর রহমান, রবিউল হোসেন রুবেল, আরিফ হোসেন, নুরুল আফসার নয়ন, কামাল, রুবেল হোসেন, মোঃ বাপ্পি, মাসুদ, আল আমিন, রুবেল,নবী হোসেন, মান্নানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।