চট্টগ্রাম মহানগর বিএনপির বাকলিয়া থানার সাংগঠনিক পূণর্গঠন টিমের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ এএম, ২ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৫ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির (কোতোয়ালি, বাকলিয়া, চকবাজার থানা) সাংগঠনিক পুনর্গঠন টিমের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ এপ্রিল) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বাকলিয়া থানার তিন ওয়ার্ড়ের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন টিমের আহবায়ক আলহাজ্ব এম.এ. আজিজ।
এসময় এম এ আজিজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সাংগঠনিক পূণর্গঠন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসাবে বাকলিয়া থানার অধীনে তিনটি ওয়ার্ডকে তিনভাগে বিভক্ত করে প্রতি ওয়ার্ড়ে তিনটি করে ইউনিট কমিটি গঠন করতে হবে। উক্ত ইউনিটে একশ জন সদস্যকে সদস্য ফরম পুরন করে এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। কাউন্সিলের মাধ্যমে প্রথমে ইউনিট কমিটি গঠন করা হবে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় গটন করা হবে ওয়ার্ড় ও থানা কমিটি। চট্টগ্রাম মহানগর বিএনপির সর্বস্থরের নেতাকর্মীকে স্ব স্ব ইউনিটের সদস্য ফরম পুরন করে প্রাথমিক সদস্য হইতে হবে। পরে এই সদস্যদের ভোটেই নেতৃত্ব নির্বাচিত হবে।
এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টিমের সদস্য মো. শাহ আলম, টিমের সদস্য আবদুস সাত্তার সেলিম, মামুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপি নেতা অধ্যাপক নুরুল আলম রাজু, মো. তৈয়ব, ইব্রাহিম বাচ্ছু, সৈয়দ আমিন মাহমুদ, এম আই চৌধুরী মামুন, অধ্যক্ষ খোরশেদ আলম, আলমগীর নুর, ইউনুছ চৌধুরী হাকিম, আবদুস সবুর, আলী ইউছুপ, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড় বিএনপির সভাপতি মো. সেকান্দর, সাধারণ সম্পাদক হাজী মো. এমরান উদ্দীন, পূর্ব বাকলিয়া ওয়ার্ড় বিএনপির সভাপতি আবদুল্লাহ আল ছগির, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড় বিএনপির সভাপতি হাজী নবাব খান, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর প্রমূখ।