চিলমারীতে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপির প্রতিকী অনশন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ এএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৪৮ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
কুড়িগ্রামের চিলমারীতে দ্রব্যমূল্যের উর্ধগতি ও সরকারের সীমাহীন দূর্নীতির প্রতিবাদে বিএনপির প্রতিকী অনশন পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) উপজেলার মাটিকাটা পাম্পে মোড়ে সকাল ১০টায় প্রতিকী অনশন পালিত হয়।
অনশন চলাকালে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নয়ারহাট ইউ,পি চেয়ারম্যান আবু হানফিা, সহ-সভাপতি সাহেব আলী, যুগ্ম সাধারন সম্পাদক সাদাকাত হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, চিলমারী উপজেলা জাতীয়তাবাদী যুবদল সাবেক সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক চৌধুরী লোকমান হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, দ্রব্যমুল্যের উর্ধগতির ফলে জনগন দিশেহারা হয়ে পড়েছেন। অতিসত্তর দ্রব্যমুল্যের উর্ধগতির সাথে সংশ্লিষ্ট সিন্ডিকেট ভেঙ্গে ফেলে দ্রব্যমুল্য মানুষের হাতের নাগালে আনার জন্য নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের প্রতি আহব্বান জানান। পরে শরবত পান করিয়ে প্রতিকী অনশন ভঙ্গ করা হয়।