পাঁচবিবিতে বিএনপির প্রতীকী অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ এএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৫৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সরকারে অব্যবস্থাপনা ও সীমাহীন দূর্নীতির কারনে নিত্যপণ্যের বেড়েছে দাবী করে এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতীকী অনশন পালন করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত থানা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়।
পৌর ও থানা বিএনপির আয়োজনে প্রতীকী কর্মসূচীতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আবুল হাসনাত মন্ডল।
এসময় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মুনঞ্জুরুল ইসলাম, জিয়াউর ফেরদৌস রাইট, জয়পুরহাট জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জিয়া পরিষদের প্রফেসর আজাদ আলী, যুব নেতা ডাঃ ইকবাল, রিপন আকন্দ, পৌর ছাত্রদলের আহবায়ক আর আই রকি, বিএনপি নেতা আব্দুস সোবাহান, ইউপি সদস্য ফয়সাল হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতিএস এম আবু তাহের, মুন্না আনছারী, রাজু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকারে অব্যবস্থাপনার কারণে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বাজারে সব জিনিসের দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না।