দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ফরিদপুরে প্রতীকী অনশন পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:১৫ এএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে প্রতীকী অনশন কর্মসুচি পালিত হয়।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) কোতয়ালী বিএনপি'র উদ্যোগে ও এর সহযোগী সংগঠন আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে শহরতলীর গজারিয়া বাজার চত্বরে সকাল ১০টা থেকে এ প্রতীকী অনশন শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে।
প্রতিকী অনশনের সভাপতিত্ব করেন কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাচান চৌধুরী রঞ্জন।
এসময় বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, শহর বিএনপি নেতা মো: রেজাউল করিম, কোতয়ালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রানু, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম নুরু মন্ডল, সাধারন সম্পাদক আবুল বাশার মৃধা, সাংগঠনিক সম্পাদক মো: ওবায়দুর, অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল চৌধুরী, গেরদা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাবলু মাস্টার, গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মাসুদ, স্থানীয় বিএনপি নেতা হাসেম খান, রাজু মিয়া, বাদশা মোল্যা, রাসেল, রানা সরদার আদেলসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তাগন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একদিকে দেশের কোটি কোটি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা অগাধ সম্পদের মালিক হয়ে গেছে। এদের বিরুদ্ধে দেশের সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে নেতৃবৃন্দ পানি পান করে অনশন ভাঙ্গেন।