দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির প্রতীকী অনশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৫১ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩০ মার্চ) জেলা বিএনপি কার্যালয় চত্বরে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা ফাহিমা রুমী, কুষ্টিয়া জেলা বিএনপি'র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহিদ সরকার মঙ্গল, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপু, খোন্দকার সামছুজ্জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা জাসাস সভাপতি ইমরান আহম্মেদ সঞ্জু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক বকুল আলী, জেলা যুবদলের সদস্য রবিউল ইসলাম বাবর, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মিথুন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য এস আর শিপন বিশ্বাস, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম রুপল, সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোকাররম হোসেন মোকা, জেলা কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল করিম ফরহাদ, কুমারখালী উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন, আহমেদুর রহমান সরকার রাব্বি জেলা আইন ছাত্র ফোরামের আহবায়ক, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল শহর শাখার সদস্য সচিব কামরান জামান কামু,শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিমেল শেখ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সৈয়দ মেহেদী রুমী তার বক্তব্য বলেন, আপনারা আর সামনের দিকে এগোবেন না। আপনারা সকল কাজেই আজ ব্যর্থ হয়েছেন। সরকার দলের লোকজন সভা-সেমিনার করলে কোন বাঁধা দেয়া হয়না, কিন্তু বিএনপি কোন সভা-সমাবেশ করলে তাদের কাজে বাঁধা দেওয়া হয়। আগামী দিনে যতই হুমকি-ধামকি আর বাঁধা আসুক না কেন জনগণ আর কোন বাধায় অপেক্ষা করবে না। আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাস্তায় নামতে হবে।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন তার বক্তব্য বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই তারা জনদূর্ভোগ লাঘবে আন্তরিক নয়। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার মনে করেছে গত দুই বারের মতো আগামী সংসদ নির্বাচনও তারা এক তরফা ভাবে করে নেবে। এ জন্য অনুগত নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের দলীয় কর্মী হতে বাধ্য করেছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। ভোট হবে ইভিএম'এ নয়, ব্যালটে। এরপরও কেউ চক্রান্ত বাস্তবায়ন করতে চাইলে তাদেরকে রাজপথেই মোকাবেলা করা হবে।