নিশিরাতের সরকারের কাছে মানুষ বিচার পর্যন্ত চায়না : খাজা নাজিবুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২ এএম, ২৭ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১০:৩৯ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলা বিএনপির উদ্যোগে স্বধীনতার র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
আজ শনিবার (২৬ মার্চ) নওগাঁ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বিশাল এই র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় নাজিবুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, নিশিরাতের সরকার দুঃশাসন কায়েম করে সারাদেশটাকে নরকে পরিনত করেছে। সাধারন মানুষের কোন নিরাপত্তা নেই। যেখানে সেখানে গুলি চলে। সেই গুলিতে নিরিহ মানুষ খুনের শিকার হন। দেশে বিচার আইনের শাসন নাই। মানুষ খুনের শিকার হলেও রাষ্ট্রীয় বিচার চায়না। বিচার চায় আল্লাহর কাছে।
তিনি বলেন, এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তারা পরিবর্তন চায়। তাই আগামীদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বিনা ভোটের সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ধামুইরহাট উপজেলা বিএনপি'র আহবায়ক মনোয়ার কায়সার বুলবুল, যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস, ধামুরহাট পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক মাসুদার রহমান, যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, ধামুইরহাট উপজেলা কৃষকদলের নেতা জালাল আহম্মেদ, শ্রমিক দলের সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা সাবেক মেয়র আনোয়ার হোসেন, আবু তাহের চৌধুরী মন্টু, আমজাদ হোসেনসহ যুবদল ছাত্রদল ও অঙ্গ এ্বং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালী শেষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান কোকোর আত্নার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দ্বীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।