চাটমোহরে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিএনপি'র শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাটমোহর উপজেলা বিএনপি‘র আহবায়ক সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলামের নির্দেশনায় উপজেলা যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালুর নেতৃত্বে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যেগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালু বলেন, পশ্চিম পাকিস্তানের শোষণ, বঞ্চনা ও পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এইদিনে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেনাবাহিনীর তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। ২৫ মার্চ রাতে পাকহানাদার বাহিনী বাংলার জনগণের ওপর ক্র্যাকডাউন শুরু করে। নেতৃত্বশূন্য হয়ে পরে বাঙালি জাতি, স্বাধীনতা-পাগল বাংলার জনগণ দিগিবেদিক ছুটতে থাকে, তখনই চট্টগ্রামে সেনা সদস্যদের নিয়ে ‘উই রিভোল্ট’ বলে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
এই সময় আব্দুল কুদ্দুস আলো, নুরুল ইসলাম আরোজ খান, আঃ আজিজ জোয়াদ্দার, এ্যাড. আঃ হালিম, আবুল কালাম আজাদ, লিখন বিশ^াস, মোঃ ককিল উদ্দিন, মোঃ মোহসীন আলী, মোহাম্মদ আলী(চেয়ারম্যান), মোঃ সাইফুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, রাশেদুল ইসলাম হেলাল, মোঃ রেজাউল সরকার, আসাদুজ্জামান লেবু, লিখন, গোলাম আজম, সোহেল রানা, মাসুম, জাকির হোসেন, মোঃ হারুনুর রশীদসহ ইউনিয়ন ও ওর্য়াড সমূহের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।