জামালপুরে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৬ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৫১ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে জাতির সব চেয়ে বড় অর্জন যে স্বাধীনতা, আজ সে স্বাধীনতা প্রশ্ন বিদ্ধ হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে দাড়িয়ে আজ যদি কাউকে জিজ্ঞেস করা হয় স্বাধীনভাবে আমরা কেউ কথা বলতে পারছি কিনা, নিজেদের মতামত ব্যক্ত করতে পারি কিনা সবাই এক সুরে বলবে, না।
ওয়ারেছ আলী মামুন আরো বলেন, জিয়াউর রহমান বাকশাল ভেঙ্গে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়ে ছিলেন জিয়াউর রহমান। তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করলে আজকে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ পেতেন না। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরে কেন্দ্রীয় মুক্তিযোদ্বা স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণের পূর্বে এক সমাবেশে তিনি একথা বলেছেন।
পরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় মুক্তিযোদ্বা স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করেছে জামালপুরের সর্বস্তরের মানুষ ও বিএনপির নেতাকর্মীরা।
স্বাধীনতা দিবসটি উদযাপন উপলক্ষে জামালপুর কেন্দ্রীয় স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাব, উপজেলা পরিষদ, জেলা বিএনপি ও আওয়ামী লীগ।
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তার সাথে বিএনপির নেতাকমীরা উপস্থিত ছিলেন।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।