ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের জীবনযাত্রার ব্যয় বেশি : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ পিএম, ১৭ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৫১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে সম্মিলিত ছাত্র যুব ফোরাম এই সমাবেশের আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র বলেন, আজকে মানুষ নানা সমস্যায়। করোনার কারণে চাকরিহারা। ভূমধ্যসাগরে গিয়ে মারা যাচ্ছে। আজকে যদি দেশে কর্মের ব্যবস্থা থাকত, তাহলে মানুষের এত দুর্দশা হতো না। ইউরোপ-আমেরিকার থেকে বাংলাদেশে এখন জীবনযাত্রার ব্যয় বেশি বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আজকে প্রতিটি দ্রব্যের মূল্য বেশি। এই অবস্থার মধ্য দিয়ে মানুষের জীবন চলছে। আমরা কেউ মুক্ত না। আমরা আমাদের দেশের মানুষকে মুক্ত করতে চাচ্ছি।’
ভারত গণতান্ত্রিক দেশ হিসেবে বৃহত্তম দেশ, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র থাকুক তারা সেটা চায় না বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই কয়েক দিন পরপর দেখা যায় বিজেপির নেতা আসছেন দেশে। আর ভারতের হাইকমিশনার তো প্রায়ই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বসেন। মানে একজন হাইকমিশনারের কাজ হচ্ছে সরকারের সঙ্গে বৈঠক করা। আওয়ামী লীগের সঙ্গে তাঁরা লাঞ্চ ও ডিনার করেন, কিন্তু অন্য দলের সঙ্গে তাঁদের কথা বলতেও দেখা যায় না। অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে তো তাঁরা সৌজন্য সাক্ষাৎও করেন না।
বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে অসুস্থ থাকলেও প্রতিবেশী দেশের হাইকমিশনার এসে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেননি বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।
আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাঈদ হাসান মিন্টু প্রমুখ।