নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৩ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫২ এএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
চাল. ডাল, তেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
আজ রবিবার জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও সিলেট বিভাগের টিম লিডার মো. শহিদুল্লাহ তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হরুন আর রসিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমাইন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবদলের সিনিয়র-সহ-সভাপতি ফখরুল আলম ফেরদাউস, যুগ্ম সাধারণ সম্পাদ মো. মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন প্রমূখ।
এসময় বক্তরা বলেন, এ সরকার কর্তৃক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে তার মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের গণতান্ত্রিক সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা ইনশাআল্লাহ।
সমাবেশে ও মিছিলে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবদল সহ ৭টি উপজেলা ও ৫ টি পৌরসভা থেকে আগত যুবদলের নেতাকর্মীরা।