দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষাভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৭ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৫২ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
তেল, গ্যাস, বিদ্যুৎ পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ মার্চ) দুপুরে স্টেশন রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বিপু, তিনি বলেন আওয়ামীলীগ মানে দুর্ভিক্ষ, ৭৫ সালে লবন ৮০ টাকা আর মানুষ নাখেয়ে লক্ষাধিক লোক মারা গিয়েছিল। আজ সেই অবস্থ এসে দাঁড়িয়েছে, সয়াবিন ২০০ টাকা , গ্যাসের দাম এবার দিয়ে ৫ বার বৃদ্ধিকরে এলপিজি এখন ১৪০০ টাকা, আর টিসিবির লাইনে সারাদিন টাকা দিয়েও মালামাল না পেয়ে খালি হাতে বাড়ী গিয়ে না খেয়ে রাত্রী যাপন চারিদিকে শুধু হাহাকার। তাই এই অবস্থা থেকে একমাত্র মুক্তি শেখ হাসিনার পদত্যাগ করে নির্বাচন কালীন তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠুু ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার ব্যাবস্থা গড়ে তোলায় হচ্ছে আমাদেও আন্দোলন ও সংগ্রাম। স্বেচ্ছাসেবক দল গনতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছে।
আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, তিনি বলেন, রাতের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছেন। তাদের ক্ষমতাতো চিরস্থায়ী নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। অথচ সরকারের সেদিকে কোনো নজর নেই। এ সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে হটাতে হবে। সেজন্য কঠোর আন্দোলনে নামতে হবে।
যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোমিন খন্দকার ডালিম, সদস্য সচিব শামস মতিন, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মুক্তাদুল হক আদনান প্রমুখ।