আদমদীঘিতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৩ এএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৫৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে আজ শনিবার বগুড়ার আদমদীঘিতে বিএনপির বের করা বিক্ষোভ মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ।
জানা গেছে, ভোজ্যতেল, চাল, ডাল ও চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচি মোতাবেক শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি আদমদীঘি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মহিত তালুকদারের নেতৃত্বে শহরের গোড়গ্রাম মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা প্রশাসনের দিকে রওনা দেয়। মিছিলটি বাসস্ট্যান্ড মসজিদের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়।
এক পর্যায়ে ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি পন্ড করে দেয়। এরপর নেতৃবৃন্দ অপর একটি ব্যানার দিয়ে নেতাকর্মীদের নিয়ে ফটোসেশন করে দলীয় কার্যালয়ে ফিরে যায়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মহিত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) আলমাস আলী বলেন, আদমদীঘি উপজেলায় বিএনপির ২টি গ্রুপে বিভক্ত হওয়ার কারণে একই সময় মিছিলের আয়োজন করায় মারামারির আশাংকায় আমরা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছি।