চিলমারীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ এএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ১১:৩৪ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা বিএনপি। এসময় সমাবেশে বাঁধা প্রদান করেছে পুলিশ। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
আজ শনিবার (৫ মার্চ) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের করে সোনালী ব্যাংকে গিয়ে শেষ করতে বাধ্য হয় দলটি।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল বারী সরকারের সভাপত্বিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সামছুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, থানাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোয়াদ্দার, ছাত্রনেতা সাক্ষর, রনি প্রমূখ।
অপরদিকে উপজেলা বিএনপির আরেকটি অংশ উপজেলার এলএসডি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে থানাহাট বাজারে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফা, সহ-সভাপতি সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক প্রমূখ।
বক্তারা চাল, ডাল, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এদিকে বিক্ষোভ সমাবেশে বাঁধা দেয়ায় দলটির সভাপতি আব্দুল বারী সরকার বলেন, দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে দেয়নি পুলিশ। তবে বাঁধা উপেক্ষা করে বাজারের সোনালী ব্যাংক পর্যন্ত গিয়ে শেষ করতে বাধ্য হয়েছি।
এবিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, বাঁধা দেয়া হয়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সজাগ ছিলো।