আদালতের হাজাতখানায় ২ ছাত্রলীগ নেতার সেলফি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ এএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:০৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। এদিকে আদালতের হাজতখানায় থাকা ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়া ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন জনির সেলফি তোলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিজ্ঞ হাকিম রাসেল মজুমদার তাঁদের জেলহাজতে পাঠান। ছাত্রলীগ সভাপতি তাঁর ফেসবুক আইডিতে তিনটি ছবি পোস্ট করে লেখেন, নৌকার নির্বাচন করতে গিয়ে কারাবরণ করতে হলো আমাদের। ছবিতে দেখা যায়, প্রথম ছবিটি (সেলফি) জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার মধ্যে বসেই তুলেছেন সভাপতি শাহরিয়া, তার সঙ্গে রয়েছেন সাধারণ সম্পাদক জনি। বাকি দুটি ছবির একটি তুলেছেন হাজতখানার মধ্যে থেকে, আর একটি ছবি এজলাসের কাঠগড়ায়।
মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে প্রচারণাকে কেন্দ্র করে গত বছরের ২২ মার্চ উপজেলার গোলচত্বরে সরকারদলীয় প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী তরিকুজ্জামান সোহাগ। হামলায় তিনি গুরুতর আহত হন। ওই ঘটনায় এক দিন পরে গত ২৩ মার্চ বরগুনা কোর্টে তরিকুজ্জামান সোহাগ বাদী হয়ে ২৬ জন সরকারদলীয় নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন। মামলার বাদী তারিকুজ্জামান সোহাগ বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় আদালতের এজলাস থেকে শুরু করে হাজতখানার মধ্যেও তারা মোবাইল নিয়ে সেলফি তুলছেন। ফেসবুকে আবার সেসব ছবি পোস্ট করছেন। আমি এখনো অনিরাপদ রয়েছি। এ বিষয়ে আদালতের কোর্ট পরিদর্শক মারুফ আহমেদ বলেন, হাজতখানার ভেতরে মোবাইল নিয়ে সেলফি তোলার কোনো সুযোগ নেই। এ সময় তাকে ছবি দেখানোর পরে তিনি বলেন, হাজতখানার দায়িত্বে যেসব পুলিশ সদস্যরা ছিলেন, তাদের গাফিলতি থাকতে পারে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।