আটঘরিয়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আমিনুল হক এর মৃত্যুতে মির্জা ফখরুলের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩৩ পিএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
পাবনা জেলাধীন আটঘরিয়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আমিনুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম আমিনুল হক আটঘরিয়া উপজেলা বিএনপি-কে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার গতিশীল নেতৃত্বে আটঘরিয়া উপজেলা বিএনপি একটা মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার অবদানের কথা এলাকাবাসী কোনদিনও ভুলবে না।
এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন সংগ্রামে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আমিনুল হক-কে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।