‘মাদার অব ডেমোক্রেসি' সম্মাননায় ভূষিত হওয়ায় খালেদা জিয়াকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি এর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৯ পিএম, ৯ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৩২ পিএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্রের চর্চা পুনঃপ্রতিষ্ঠার নিরলস সংগ্রামে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননায় ভূষিত করেছে কানাডিয়ান হিউম্যান রাইট্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।
গতকাল ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিএইচআরআইও কর্তৃক প্রদেয় ক্রেস্ট ও সনদপত্র উপস্থাপন করেছেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদাই আপোষহীন ভূমিকা পালন করেছেন। মইনুদ্দিন- ফখরুদ্দিন গং-এর প্রলোভন কিংবা নিপীড়ন, বর্তমান সরকারের জুলুম ও প্রহসনমূলক মামলায় ফরমায়েশি রায় চাপিয়ে দেওয়া কারা নির্যাতন কোনো কিছুই তাঁকে এই সংগ্রাম থেকে বিচ্যুত করতে পারেনি।
দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অবস্থায় মিথ্যা অভিযোগে চাপিয়ে দেওয়া কারাশাস্তিকে মেনে নিলেও, মেনে নিতে পারেননি গণতন্ত্রহীন, স্বৈরাচারী ও নিপীড়নমূলক শাসনে নির্যাতিত দেশবাসীর দুরবস্থাকে। যথাযথ চিকিৎসা গ্রহণের জন্য বিদেশে যাওয়ার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন জেনেও কারান্তরীণ অবস্থায় কোনো ধরণের আপোষ প্রস্তাবে তিনি মাথা নত করেননি।
দেশবাসী মনে করেন, 'মাদার অব ডেমোক্রেসি' সম্মাননা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর আপোষহীন নেতৃত্বের মাধ্যমে রাখা অসামান্য অবদানের এক কাঙ্খিত আন্তর্জাতিক স্বীকৃতি। গণতন্ত্র, মানবাধিকার ও বাক-স্বাধীনতা ভূলুণ্ঠিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন নেত্রীকে "মাদার অব ডেমোক্রেসি" সম্মাননায় ভূষিত করায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। পাশাপাশি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছে এবং তাঁকে যথাযথ চিকিৎসা গ্রহণের জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানাচ্ছে।