কুষ্টিয়ায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৫৯ পিএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আগামী ১৫ই জানুয়ারি কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যেগে সমাবেশ সফল করার লক্ষে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিবদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, সদস্য সচিব সরদার মনিরুজ্জামান কাজল, খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সি এজেড রশিদ রেজা বাজু, সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলাম, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ডাবলু, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব আল কামাল মোস্তফা।
সভায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে আগামী ১৫ই জানুয়ারী সমাবেশ সফল করার জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।