ময়মনসিংহে পুলিশি বাধাঁয় যুবদলের কর্মী সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২০ এএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১২:৩৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
ময়মনসিংহে পুলিশের বাঁধা উপেক্ষা করে যুবদলের কর্মী সভা করেছে উত্তর জেলা যুবদল। এ সময় কর্মী সভার মঞ্চ ভাংচুর ও পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
আজ শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা করে নেতাকর্মীরা। এ যুবদল কর্মী সভার আয়োজনকে ঘিয়ে পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এর আগে বাদ জুম্মা গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের মামুদনগরে উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানেও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভার মঞ্চ করা হলে পুলিশ তা ভেঙ্গে দেয়। পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে পাশের একটি স্থানে কর্মী সভা করে নেতারা।
এতে সভাপতিত্ব করেন জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছু। এ সময় সংগঠনের সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় টিম প্রধান আব্দুল খালেক হাওলাদার।
এতে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি খন্দকার মাসুদূল হক মাসুদ, যুগ্ম সাধারন সম্পাদক জি.এম সবুর কামরুল, সহ- সাধারন সম্পাদক শামছুর রহমান শামছু, সরুকনুজ্জামান সরকার রুকন, সহ-–সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তালুকদার, খসরুজ্জামান শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রমূখ।
পরে বিকেলে ঈশ্বরগঞ্জের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা নতুন কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের ফরম বিতরন করেন।
এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।