তারেক রহমান ই শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৯ পিএম, ২৭ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১১:০১ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আবুধাবি বিএনপি ও যুবদলের উদ্যোগে আবুধাবি বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও নুর হোসেন সুমন এর সঞ্চালনায়, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, মানুষের মৌলিক ৫ টি অধিকারের মধ্যে চিকিৎসা হচ্ছে অন্যতম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে সেই অধিকার থেকে ও বাংলাদেশের সাবেক বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বঞ্চিত করছে এই অবৈধ সরকার।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, আপাদমস্তক দুর্নীতি গ্রস্থ এই সরকার বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে অনেক ছোট করেছে যার প্রেক্ষিতে সরকারের আজ্ঞাবহ শীর্ষ ৬ ব্যাক্তিকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সামনে আরো অনেকের নাম আসবে হয়ত। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবী জানান ব্যারিস্টার মীর হেলাল। শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী দেশনায়ক তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশের স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি গ্রহনের আহবান জানান সকল কে।
প্রধান বক্তার বক্তব্যে ইউএই বিএনপির সভাপতি বলেন, আজকে আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করলে ও দুর্ভাগ্য আমাদের এখন স্বাধীনতার সেই স্বাদ আমরা এখনও পাচ্ছিনা। দেশ যেন কোন এক অদৃশ্য শক্তি ধারা পরিচালিত হচ্ছে। ঘুম খুন যেন ডেইলি রুটিন। এই পরাধীনতার শৃংখল ভেংগে দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএই বিএনপির প্রধান উপদেষ্টা ইন্জিনিয়ার আবদুল সালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবদুল ছালাম তালুকদার। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, আবদুল কুদ্দুস খালেদ, শাহিনুর শাহিন, রুহুল আমিন চৌধুরী, আজিজুল ইসলাম কিরণ, আহাম্মদ হোসাইন তালুকদার, মুজিবুল হক মন্জু, সাহেদ আহমেদ রাসেল, আমিনুল ইসলাম টিপু, আবুল বশর, তারেক হাসান শামীম, আবদুল মন্নান রানা, সাজিদুর রহমান সাচ্চু, যুবদল থেকে ফরিদ আহাম্মদ শাহিন, বাবু নীল রতন দাশ, সাগর হাসান, আবু ইউসুফ জসিম সহ আরো যারা উপস্থিত ছিলেন, নুর মোহাম্মদ, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ আরিফ উদ্দীন, মোহাম্মদ নাসের, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ নেজাম, লোকমান ও ভিপি ইলিয়াস প্রমূখ।