কাপাসিয়ায় জেলা মহিলা দলের বর্ণাঢ্য বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ এএম, ১৯ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০১:০১ পিএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে কাপাসিয়ায় আজ শনিবার দিনব্যাপী এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি স্থায়ী কমটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র ঘাগুটিয়াস্থ গ্রামের বাড়ি আঙ্গিনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি ফজলুল হক মিলন।
গাজীপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে বর্ণাঢ্য বিশাল কর্মী সমাবেশের আনুষ্ঠানিক শুভ উদ্বোধণ করেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক গোল নাহারের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নুর জাহান মাহ্বুব, যুগ্ম-সাধারণ সম্পাদক অপর্ণা দাস, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, প্রচার সম্পাদক মর্জিনা আফসার, গ্রাম সরকার সম্পাদক রহিমা সিকদার, মানব উন্নয়ন সম্পাদক খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, ত্রান সম্পাদক আনোয়ারা বেগম, স্বাস্থ্য সম্পাদক ডাঃ দেলোয়ারা বেগম পান্না প্রমূখ। এর আগে নেতৃবৃন্দ মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র কবরে পুস্পস্তবক অর্পণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
কর্মী সমাবেশে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এ জাতী এখনো স্বাধীণ হতে পারেননি। গুম, খুন, হামলা-মামলা দিয়ে পুরো জাতীকে জিম্মি করে রেখেছে। বর্তমান আওয়ামী সরকার বিএনপি চেয়ারপার্সন আপোষহীন, গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। তিনি দ্রুত খালেদা জিয়ার মুক্তি এবং পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচন দাবী করেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, বাংলাদেশের প্রথম এবং তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আপোষহীন নেত্রী হিসাবে বিশ^ দরবারে স্থান করে নিয়েছেন। নেত্রীর সুুচিকিৎসায় সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেন। আন্দোলন ছাড়া এ সরকারকে বাধ্য করা সম্ভব হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ সহ তত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী আদায়ের আন্দোলনে এই মহিলা দলকে ভূমিকা রাখতে হবে। মহিলা দলের নেতৃত্বে দেশব্যাপী ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে।
কর্মী সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে মহিলা দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।