বাগেরহাটে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে এসে হামলার স্বীকার বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ এএম, ১৭ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:২৭ এএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
বাগেরহাটে বিজয় দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানাতে এসে হামলার স্বীকার হয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। আজ সকালে বাগেরহাট শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্তম্ভে ফুল দিতে গেলে আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসীদের হামলার স্বীকার হন তারা। হামলায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, ডা. আব্দুর রহমান, এসকেন্দার হোসেনে, শহীদুল ইসলাম খোকন, আসাদুজ্জামান, বাকী বিল্লাহ, দুলাল ফরাজী, মুস্তাফিজসহ আরও ১২-১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়। তবে বিএনপির এসব অভিযোগ অস্বীকার করেছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে বাগেরহাট শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্তম্ভে শ্রদ্ধা জানানোর জন্য মিছিল সহকারে গেলে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কতিপয় উশৃঙ্খল ব্যক্তিরা অতর্কিতভাবে র্যা লিতে হামলা চালায়। এতে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ অনেক নেতাকর্মী আহত হন। এই ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা আমার জানা নেই। এরকম কোন ঘটনার কথা আমরা শুনি নেই। আমার জানা মতে এ ধরণের ঘটনা ঘটেনি।