দলীয়করণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাথা নিচু হয়ে যাচ্ছে - সালাহ উদ্দিন সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:৩০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার বলেছেন, সঠিক ব্যবস্থাপনার অভাব ও দলীয়করণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাথা নিচু হয়ে যাচ্ছে। এই অবস্থা বেশি দিন থাকবে না। অনিয়ম, দুর্নীতি, জুলুম-নির্যাতন করে কেউ ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না।
মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ বুধবার টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন ইয়াতিমখানা মাদ্রাসা ছাত্রদের ব্যাডমিণ্টন ও কাবাডি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের পরিবারের বর্তমান বয়োজ্যেষ্ঠ হাসান উদ্দিন সরকারকে শিক্ষাবন্ধু বলা হয়। তিনি প্রকৃতপক্ষেই একজন শিক্ষাবন্ধু। হাসান উদ্দিন সরকার গাজীপুরে বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আমাদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একসময় খুব সুখ্যাতি ছিল। কিন্তু ক্ষমতার পট পরিবর্তের পর বর্তমান ব্যবস্থাপনা ও দলীয়করণের কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠান সুখ্যাতি হারাতে বসেছে।
সালাহ উদ্দিন সরকার আরো বলেন, হাসান উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাাজনৈতিক জীবনের সাথে গাজীপুরে কারোর সামঞ্জস্য নেই। তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তার জীবনের শ্রেষ্ঠকর্ম এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মাদ্রসাটির প্রতিষ্ঠাতা ও বিএনপির কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। অনুুষ্ঠানে আরো বক্তব্য দেন, মো. মাহবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, রাশেদুল ইসলাম কিরণ, সাবেক টঙ্গী পৌর কমিশনার আবুল হোসেন, প্রভাষক বসির উদ্দিন প্রমুখ।