খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে হোয়াইট হাউজের সামনে বিএনপি'র মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৯ পিএম, ১০ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:০৩ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
গুরুতর অসুস্থ বিএনপি'র চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে হোয়াইট হাউজের সামনে বিএনপি'র মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউজের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও য়াশিংটন ডিসি ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড বিএনপি'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসা এবং বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে হোয়াইট হাউজের সামনে বিএনপি'র মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত ওয়াশিংটন ডিসি বিএনপি'র সভাপতি ইঞ্জিনিয়ার হাফিজ খান সোহায়েল ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও নিউইয়র্ক এর বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান প্রবাসী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা আমেরিকার প্রেসিডেন্ট জোবাইডেন কর্তৃক আয়োজিত গণতান্ত্রিক দেশ গুলোর সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত না দেওয়ায় প্রেসিডেন্ট বাইডেন কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য প্রেসিডেন্ট বাইডেনের সহায়তা কামনা করা হয়।
যতক্ষণ পর্যন্তনা বাংলাদেশের গণতন্ত্র ফিরে না আসে এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের উপর অর্থনৈতিক অবরোধ আরোপের আহ্বান জানানো হয়। প্রচন্ড শীত উপেক্ষা করে বাংলাদেশ গুম, খুন ও বিভিন্ন অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ভার্জিনিয়া বিএনপি'র আহবায়ক জহির খান, যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ এমরেজা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর আহমেদ, ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত এইচ সরোয়ারদী, কাজী এমরহমান, মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেমনসুর পরশ, ভার্জিনিয়া বিএনপি'র সদস্য সচিব তোফায়েল আহমেদ, মেরিল্যান্ড বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ, ওয়াশিংটন ডিসি বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, রজতজয়ন্তী যুক্তরাষ্ট্র কমিটির সদস্য সচিব মিল্টন ভূঁইয়া, ভার্জিনিয়া বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নেসার আহমেদ, ফাতেমাতুজ জোহরা, কামরুন কনা, ব্রুকলিন বিএনপি'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়ারদী সহ আরো অনেকে।
মানববন্ধনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের দায়িত্বে ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির ও জাহিদ খান। সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়নের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।