মণিপুরে নতুন করে হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৮:৫৬ পিএম, ২ অক্টোবর,
বুধবার,২০২৪
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাজ্যের জিরিবাম জেলার মংবুং মেইতেই গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআইয়ের সূত্রে সংবাদমাধ্যম দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মংবুং মেইতেই গ্রামে কয়েকজন সন্দেহভাজন নতুন করে আক্রমণ চালিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তারা অত্যাধুনিক অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলি করে। এতে গ্রামের স্বেচ্ছাসেবকরা প্রতিশোধ নিতে উদ্যত হয়। পরে পরস্পরে গুলি বিনিময় হয়। তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায় নি।
স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরে রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, উপত্যকায় বসবাসকারী মেইতে সম্প্রদায় এবং পার্বত্য অঞ্চলে আধিপত্যকারী কুকি উপজাতিদের মধ্যে উত্তেজনা গত কয়েক মাস ধরে বেড়েছে। যার ফলে তাদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষও হয়েছে।
১৬ মাস ধরে চলমান এই সঙ্ঘাতের কারণে ২২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।