মুরাদ হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে - এনামুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ এএম, ৮ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:৫০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান কর্তৃক বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবার তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও কদর্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভােকেট মােঃ এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভােকেট সৈয়দ আনােয়ার হােসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভােকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভােকেট মােহাম্মদ সরােয়ার হােসাইন লাভলু, এডভােকেট মারুফ মােঃ নাজেবুল আলম ও অ্যাডভােকেট নুর কামাল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উক্ত প্রতিমন্ত্রীর অশ্লীল আচরণের মাধ্যমে তার নােংরা মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে এবং তার জন্ম পরিচয় প্রশ্নবিদ্ধ করেছে। শুধু তাই নয় তার এহেন আচরণে দেশের জাতীয় সংসদ ও মন্ত্রিসভাকে কলঙ্কিত করেছে। তার এই আচরণের জন্য জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিবৃতি দানকারী নের্তৃবৃন্দ।