বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়নি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ এএম, ৬ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১২:৪০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি ঘটেনি। ৭৬ বছর বয়সী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তাঁর বড় আকারে রক্তক্ষরণ হচ্ছে না। যা হচ্ছে তা খুবই অল্প পরিমাণে। তাদের সবচেয়ে ভয়ের কারণ- বড় আকারের রক্তক্ষরণ হলে তা সামাল দেয়ার মতো অবস্থা বা প্রযুক্তি দেশে নেই। ফলে চিকিৎসকরা সব সময় একটা শঙ্কার মধ্যে আছেন। তারা বলছেন, বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থায় উন্নত সেন্টারে চিকিৎসা হলে দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যেত।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বেগম খালেদা জিয়ার যখন প্রেশার বেড়ে যায় তখন রক্তক্ষরণের আশঙ্কা তীব্র হয়। নতুন নতুন ওষুধ ও ইনজেকশন দিয়ে তা বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, গতকালও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক রুটিন টেস্ট করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, যত দ্রুত তাঁকে বিদেশে চিকিৎসা দেয়া যায় ততই মঙ্গল। তা না হলে ঝুঁকি বাড়বে। বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডাম এখনও ক্রিটিকাল কেয়ার ইউনিটে আছেন। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর পুনরায় যেন রক্তক্ষরণ না হয় সে জন্য প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হচ্ছে। ওষুধ দেয়ার পরে কি ধরনের পরিবর্তন হয় সেটা সার্বক্ষণিক মনিটরিং করছেন। তিনি ঝুঁকিতে আছেন কি না জানতে চাইলে ডা. জাহিদ বলেন, তিনি পুরো মাত্রায় ঝুঁকিতে আছেন। আমরা যেটাকে আনপ্রেডিক্টেবল বলি। অর্থাৎ তাঁর অবস্থা কখন খারাপের দিকে যাবে বা যাওয়ার সম্ভাবনা দেখা দেবে বা ভালো হবে এটা কিন্তু আগে থেকে হলফ করে বলার অবস্থা নেই। তিনি ঝুঁকিতে আছেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই।
রক্তক্ষরণ বন্ধ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাঁর ক্রনিক লিভার ডিজিজের সঙ্গে মেলিনা যেটা ছিল সেটা সত্যিকার অর্থে বন্ধ হয়েছে, মানে ওষুধ চলছে। ওষুধ বন্ধ না হলে বোঝা যাবে যে, ওটা বন্ধ হয়েছে, কি হয়নি। ওষুধের কারণে যদি কোনো জিনিস বন্ধ থাকে তখন তো আর বলা যায় না যে, ওটা বন্ধ হয়েছে।
তিনি বলেন, তাঁর চিকিৎসা চলছে। এখনই কোনো ধরনের মন্তব্য করা যাবে না, যে রক্তক্ষরণ বন্ধ হয়েছে বা তিনি স্টেবল আছেন। এসব নিয়ে এখনও মন্তব্য করার মতো কোনো অবস্থা হয়নি।
২৮ নভেম্বর রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তাঁর চিকিৎসক টিমের সদস্যরা জানান, বেগম খালেদা জিয়া ‘লিভার সিরোসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। তিনি ‘মৃত্যুঝুঁকি’তে আছেন।
এর আগে ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। রাতেই তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। এখনও তিনি সেখানে আছেন।