ষড়যডন্ত্র না করে অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন - মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯ এএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:০৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জ্জা আব্বাস বলেছেন, আর ষড়যন্ত্র না করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। দেশের মানুষ আজ তার মুক্তি চায়। আওয়ামীলীগ এদেশে প্রতিবারই ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে কিন্তু তাদের মত বিএনপি দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসেনি। রাতে ভোট করে অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামীলীগ আজ নির্বাচনকে ভয় পায়। দেশের জনগন নির্বাচনের মাধ্যমে এই আওয়ামীলীগকে বারবার প্রত্যাখ্যান করেছে।
আজ শুক্রবার বিকেলে বরিশাল জিলা স্কুল মাঠে বরিশাল জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিএনপি চেয়াপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার মুক্তি এবং অবিলম্বে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবী জানিয়ে বরিশাল বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি ভোটের মাঠের লড়াই করে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আওয়ামীরীগের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আরও বলেন, এই সরকার পুলিশি জোড় দিয়ে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। এদেশে আওয়ামী লীগ ছিলনা ছিল বাকশাল একদলীয় শাষন ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তণ করায় আওয়ামীলীগ রাজনীতি করার অধিকার পেয়েছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিলে তাকে যে পয়জনিং করা হয়েছে তা প্রকাশ পেয়ে যাবে বলেই এই সরকার অনুমতি দিচ্ছেন না।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের নমধ্যে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর (বীরউত্তম), বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড বিলকিস জাহান শিরিন, নিবাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোসারেফ হোসেন, নিবাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাবেক এমপি ও বাকেরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন খান, বিএনপির সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপি ১নং যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার, পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রওনোকুল ইসলাম টিপু, হাসান মামুন, রফিকুল ইসলাম, আঃ কাদের জুয়েল প্রমুখ। সমাবেশেষ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাবেশ উপলক্ষে সকাল থেকে বরিশাল বিভাগের ৬ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবী সমম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়। সমাবেশ বিকেলে শুরু হলেও সকাল থেকেই বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মিছিলসহ মুক্তির দাবী জানিয়ে স্লোগান দিয়ে যোগ দেয়। এক পর্যায়ে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ স্থলে স্থান সংকুল না হওয়ায় নেতাকর্মী ছাড়াও সাধারন মানুষ সড়কে অবস্থান করে নেতৃবৃন্দের বক্তৃতা শুনেন ।