বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে খুলনায় বিএনপির সমাবেশে বকুলের নেতৃত্বে মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৫ পিএম, ৩০ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৪৯ পিএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
আজ মঙ্গলবার খুলনা ছিল মিছিলের নগরী। একের পর এক মিছিল আসতে থাকে চারি দিক থেকে। সব মিছিলের কেন্দ্রবিন্দু ছিল দলীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশকে ঘিরে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ৩টায় মহানগরীর কেডি ঘোষ রোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সদরে এ সমাবেশের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর বিএনপি।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে স্লোগান দিয়ে সমাবেশে যোগ দেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।
মিছিলে যোগ দিতে দুপুরের আগেই নগরীর ফেরিঘাট মোড়ে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। খুলনা মহানগর ও জেলা, নগরীর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাসের ব্যানারে হাজার হাজার নেতাকর্মী একত্রিত হন সেখানে।
ছিলেন মহানগরের বাইরে রূপসা, দিঘলিয়া, তেরখাদা, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, ফুলতলা, কয়রা, পাইকগাছা উপজেলা থেকে আসা হাজারো নেতাকর্মীও। সব মিছিলের নেতাকর্মীদের একত্রিত করে দুপুর দেড়টার দিকে সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপি নেতা খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশে আসেন অনেক নেতাকর্মী। মিছিলয়ে ছিলো নেতা-কর্মীদের ব্যপক উপস্থিতি। মিছিল থেকে অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দেওয়ার শ্লোগান ওঠে। তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান।