বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ্যাব এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ২৯ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১০:২৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
গতকাল রবিবার সন্ধ্যা ৬ টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এস.কে.এফ. ওয়ার্ল্ডের কনফারেন্স কক্ষে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব), রাজশাহী এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এ্যাব রাজশাহী এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহীন, প্রফেসর ড. ইঞ্জি.মোঃ রবিউল ইসলাম সরকার,প্রফেসর ড.ইঞ্জি.এইচ এম রাসেল, ড. ইঞ্জি.মোঃ সামিউল হাবিব, ড. ইঞ্জি.মোঃ বদিউল ইসলাম,ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ, ইঞ্জিনিয়ার মোঃ এমদাদুল হক, ইঞ্জিনিয়ার ইলিয়াস বিন কাশেম, ইঞ্জিনিয়ার সালেহ আহসান পলল,রুয়েট ছাত্রদলের সাবেক আহবায়ক আহমেদ হোসেন সহ সংগঠনটির রাজশাহী বিভাগীয় সদস্যবৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভ্রাতৃপ্রতিম পেশাজীবী সংগঠন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব),রাজশাহীর নেতা ডা. মোঃ ওয়াসিম হোসেন ও ডা. মোফাখখারুল ইসলাম,রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষক নেতা প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান ও প্রফেসর খন্দকার ইমামুল হক সানজিদ। আইনজীবী নেতা এ্যাড. মাইনুল আহসান পান্না,এ্যাড.রইসুল ইসলাম ও রাজশাহী বার এর সাধারণ সম্পাদক এ্যাড. পারভেজ তৌফিক জাহেদী প্রমুখ নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিএনপি রাজশাহী মহানগরীর সভাপতি ও সাবেক মেয়র জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এ্যাড. শফিকুল হক মিলন, বিএনপি রাজশাহী জেলার সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু ও অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এ্যাব রাজশাহী এর যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সরদার আনিছুর রহমান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাব রাজশাহী এর সদস্য-সচিব ও রুয়েট জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এস এম আব্দুর রাজ্জাক।