বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬ পিএম, ২৮ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১০:৪১ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গাইবান্ধায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১২টার দিকে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
এদিন সকাল থেকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিতে থাকেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোকছেদ চৌধুরী, শহর বিএনপির যুগ্ম আহবায়ক রুবেল, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সদর যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহমুদুল হক মামুন, শরিফুল ইসলাম, সাহারুল ইসলাম সুমন, সুইট বকসী, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সহ-সভাপতি রাজিউল আলম রনি, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সদর ছাত্রদলের আহবায়ক ইমাম হাসান আলাল, পৌর ছাত্রদলের আহবায়ক সুজন পাটোয়ারী, কলেজ ছাত্রদলের সোহাগ মিয়া, সাদুল্যাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন মিয়া, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মশিউর রহমান, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন মন্ডল, সদস্য সচিব লিপেজ মিয়া, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম মিয়া, সদস্য সচিব ইমরান আলী, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মন্ডল, সাঘাটা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ফুলছড়ি থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিংকন, সদস্য সচিব পাভেল রহমান, যুগ্ম আহবায়ক মামুন মিয়া, সদর থানার সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ রনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশু কুমার দাস, সদস্য সচিব ফরহাদ আলী প্রমুখ।