সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকদলের দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচীতে আওয়ামীলীগের হামলা ও ভাংচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০১ পিএম, ২২ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৩:২৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচীতে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করেছে বলে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
গতকাল রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে দলের নেতারা জানান।
উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের সূত্রে জানাগেছে, রবিবার বিকেলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনায় উপজেলা স্বেচ্ছাসেবকদল দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। ছাত্রদল নেতা এসবি কবির বাবু বলেন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় আওয়ামিলীগ ও পুলিশের অতর্কিত হামলায় বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ের ভিতরে গিয়ে ভাংচুর চালায়। দলীয় কার্যালয়ের ভিতরে থাকা ব্যানার, ফেস্টুন, চেয়ার কুপিয়ে ছিড়ে এবং ভেঙে ফেলে এই আওয়ামী সন্ত্রাসীরা। অপর নেতা মোঃ ইব্রাহিম বলেন, দোয়া মাহফিল চলার এক পর্যায়ে পুলিশ বাহিনী অতর্কিত হামলা চালায়। হামলার পর তারা বিএনপি'র পার্টি অফিস থেকে প্রায় ৬০ থেকে ৭০টি চেয়ার ভাঙচুর করে। আরো প্রায় ২০০ থেকে ৩০০ চেয়ার ও আরো পাঁচটি মোটরসাইকেল ফাইটার এ করে থানায় নিয়ে যায়।
দলীয় নেতাকর্মীরা জানায়, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের অভ্যান্তরে দোয়া মাহফিলের শেষ দিকে পুলিশ এবং স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেয়। টানটান উত্তেজনাকর পরিবেশ দেখা দিলে বিএনপি নেতাকর্মীরা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে শান্তিপূর্ণ ভাবে এলাকা ত্যাগ করে। তবে পুলিশের উপস্থিতিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের মারমুখী আচরনের কারনে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে বাজার ত্যাগ করেন। বিএনপির কর্মসূচীতে পুলিশ আওয়ামীলীগের যৌথ হামলা ও ভাংচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দোয়া মাহফিলে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীর হামলায় দলীয় কার্যালয়ের অর্ধশতাধিক চেয়ার ও টেবিল ভাঙচুরসহ ১০/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রফিবুল হক জানান, পুলিশকে লক্ষ্য করে বিএনপি‘র নেতা-কর্মীরা চেয়ার ছুড়ে মারে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠি পেটার জন্য উদ্যত হলে তারা দৌড়া দৌড়ী করে চলে যায়। এ সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে নিবন্ধনবিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।