গাইবান্ধায় বিএনপির 'গণঅনশন' কর্মসুচী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ পিএম, ২১ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৪১ পিএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে গাইবান্ধায় গণঅনশন কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা।
গতকাল শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই গণঅনশন কর্মসূচিতে দলের জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের জেলার শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন।
শহরের সার্কুলার রোডে দলের জেলা কার্যালয়ের সামনে সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে গণঅনশন কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
গণঅনশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সহ-সভাপতি আব্দুল মান্নান সরকার, শহীদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, যুগ্ম-সাধারন সম্পাদক ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম, সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শাহজালার সরকার খোকন, তাঁতী দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন পল্টন, বিএনপি নেতা আখম আসাদুজ্জামান সাজু, মোহাম্মদ আলী, আবু আলা মওদুদ, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাস রুবেল, সাদেকুল ইসলাম নান্নু, আবু নাসের টিপু, বাবুল আহমেদ, মকছুদার রহমান চৌধুরী, নুরুল আজাদ মন্ডল, খন্দকার জাহেদুন্নবী তিমু প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে 'খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে' জানিয়ে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির মহাসচিব। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে এই প্রথম কমর্সূচি পালন করছে দলটির।