খুলনায় পুলিশী বাঁধা উপেক্ষ করে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৫ এএম, ১৩ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৩৩ পিএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪
তেল-গ্যাস, নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি এবং পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
এ সময় বিএনপি নেতারা সরকারকে অযোগ্য, ব্যর্থ, জনবিচ্ছিন্ন ও মধ্যরাতের ভোটডাকাতির সরকার অভিহিত করে বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় জনদুর্ভোগ লাঘবে তাদের কোন উদ্যোগ নেই। সরকার নিজেদের আখের গুছাচ্ছে এবং বিদেশে হাজার কোটি টাকা পাচার করছে। মেগা প্রকল্পের নামে তাদের মেগা লুটপাটের দায় নিজের রক্ত পানি করে উপার্জন করা অর্থের বিনিময়ে মেটাতে হচ্ছে।
আজ শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর ময়লাপোতা মোড় থেকে শিববাড়ি অভিমুখে মিছিল করে বিএনপি।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ পার্ক থেকে মিছিল বের করার উদ্যোগ নিলে পুলিশ সেখানে ধাওয়া করে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ বন্দুক উচিয়ে, বাঁশি বাজিয়ে এবং হইচই চিৎকার করে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করে।
এ সময় সাধারণ মানুষ ও পথচারীরা আতঙ্কগ্রস্থ হয়ে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও রাস্তায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেও পুলিশ ধাওয়া করে সরিয়ে দেয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী। মিছিলে অংশ নেন সুলতান মাহমুদ, শামীম কবির, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু, আজিজুল ইসলাম, হাফিজুর রহমান, মোল্লা সাইফুর রহমান, হীরু মল্লিক, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, রফিকুল ইসলাম বাবু, আল আমিন সানা, সরদার আব্দুল মালেক, জাভেদ মল্লিক, নাদিমুজ্জামান জনি, শহিদুল ইসলাম, দীপক কুমার সরদার, মোল্লা আইয়ুব হোসেন, মঞ্জুর আরফিন, আতিক নেওয়াজ চঞ্চল, শরিফুল ইসলাম বকুল, সাইফুল ইসলাম মোড়ল, দিদারুল ইসলাম, মঞ্জুর রশিদ, মাশকুর হাসান ফ্রান্স, শফিকুল ইসলাম বাচ্চু, কুদরতে ইলাহী স্পীকার, হাবিবুর রহমান বেলাল, রুবেল মীর, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, মোস্তাফিজুর রহমান আজিবর, আসলাম ঢালী, ফিরোজ আহমেদ, অনিক আহমেদ, হাফেজ জাহিদ, হিরন প্রমুখ।