কৃষকদলের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ৩১ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১২:৪৪ এএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের কোর্ট চত্বরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
এরপর মহাফেজ খানার সামনে দিয়ে সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় কৃষক দল নেতা ও জেলা বিএনপির সাবেক মৎস বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা একে কিবরিয়া স্বপন, জেলা কৃষক দলের যুগ্ন সম্পাদক মো. শাহিদুর রহমান শাহিদ, অর্থ বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম রিংকু, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি রেজোয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল প্রমুখ।
বক্তাগণ গত ২৬ অক্টোবর বিএনপির নয়াপল্টনস্থ কার্যালয়ের সামনে কৃষক দলে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা নিন্দা জানান এবং কৃষক দল নেতৃবৃন্দের নামে এ ঘটনার পর মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেন। তারা অবিলম্বে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।