শহীদ আবরার ফাহাদ এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২১ পিএম, ১৫ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৫০ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও কুষ্টিয়ার কৃতিসন্তান শহীদ আবরার ফাহাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আজ ১৫ অক্টোবর (শুক্রবার) বাদ জুম্মা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম উল হাসান অপু।
শহীদ আবরার ফাহাদ এর কবর জিয়ারত শেষে শহীদ আবরার এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে, এ্যাড শামিম উল হাসান অপু বলেন, শহীদ আবরার ফাহাদ একজন প্রকৃত দেশ প্রেমিক ছিলেন। দেশ প্রেমিক শহীদ আবরার ফাহাদ একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারনে বর্তমান সরকারের ছাত্র সংগঠনের সন্ত্রাসী বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। এতেই প্রমাণিত হয় দেশে গণতন্ত্র নেই। বর্তমান আওয়ামীলীগ সরকারের শাসনামলে দেশে আজ গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের সুযোগ নেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ইনসান হোসেন মুরসালিন, কুমারখালী কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নোমান, কুষ্টিয়া শহর ১১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সোহানুর রহমান, কয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল আলীম, আশরাফুল, ফিরোজ, শুভ, ইমন, মুন্না, জাহাঙ্গীর প্রমুখ।