চক্রান্ত করে আর দুঃশাসন দীর্ঘায়িত করা যাবে না - প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ এএম, ১৫ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:০৩ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ষড়যন্ত্র চক্রান্ত করে আর দুঃশাসন দীর্ঘায়িত করা যাবে না। সরকারের পায়ের নিচে মাটি নাই, অওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে গণআন্দোলন, পতন ও পরাজয়ের ভয়ে ভীত হয়ে এখন নানা ফন্দি ফিকির করছে। অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র চলছে।
এমরান সালেহ প্রিন্স আজ বৃহস্পতিবার বিকেলে হালুয়াঘাটের কালিয়ানিকান্দা গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কালিয়ানিকান্দা নতুন বাজার সংলগ্ন মাঠে শতশত মানুষের উপস্থিতিতে কর্মী সভা জনসভায় পরিণত হয়।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আসলাম মিয়া বাবুল, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, যুগ্ম-সম্পাদক আবদুল মালেক, শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, হালুয়াঘাট উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুস সাত্তার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, তাঁতী দলের আহ্বায়ক আবদুল জলিল, সাবেক ছাত্র নেতা আবদুল মালেক সোহান, আবু নাসের, বিএনপি নেতা আবদুস সাত্তার, কালিয়ানিকান্দা ওয়ার্ড বিএনপি নেতা আবদুল জলিল, আবদুর রশিদ, হাবিবুর রহমান প্রমুখ।
এমরান সালেহ প্রিন্স বলেন, দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকারের ভুলনীতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। অথচ সরকারের কোনো উদ্যোগ নাই। সরকার মানুষের সব অধিকার হরণ কেড়ে নিয়েছে। এই অবস্থা আর চলতে পারে না। তিনি সকলকে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র করে এবার সরকার রেহাই পাবে না। আন্দোলন ও সংগঠনে জনগণকে সম্পৃক্ত করে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কুমিল্লার ঘটনা গভীর ষড়যন্ত্র। গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক সংকট এবং জনজীবনে বিরাজমান সমস্যা আড়াল করতে নানা অঘটন ঘটানো হচ্ছে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে। তিনি মুসলমান, হিন্দুসহ সকল ধর্মের মানুষের প্রতি চলমান ষড়যন্ত্র বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান।
এমরান সালেহ প্রিন্স ১৩ অক্টোবর, ধোবাউড়া উপজেলা ছাত্রদলের পরিচিতি সভাতেও যোগ দেন এবং ছাত্রদলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
দুর্গাপূজা পরিদর্শন
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে এমরান সালেহ প্রিন্স আজ হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি ভক্ত ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অনুদান প্রদান করেন।
পূজা পরিদর্শনকালে এমরান সালেহ প্রিন্স বলেন, দুর্গাপূজা উপলক্ষে তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ এবং ' ধর্ম যার যার, রাষ্ট্র সবার' নীতিতে বিশ্বাস করে।
হালুয়াঘাট উপজেলার পূজামন্ডপ পরিদর্শনকালে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আবদুল হামিদ, আলী আশরাফ, আবদুল আজিজ খান, আবদুল মালেক, নাইমুল আরেফিন পাপন, আবদুল গণি, আবদুল লতিফ, সোহেল আল আজাদ, রুহুল খান, আল আমিন, মেহেদী হাসান দুলাল, আসাদুজ্জামান সুজন, জহুরুল ইসলাম, ধোবাউড়া উপজেলার পূজামন্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, বিএনপি নেতা আবুল কাশেম ডলার, নয়ন মন্ডল, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, ফেরদৌস ইসলাম হযরত, ইমরান হোসেন, কামরুল হাসান সুমন, রফিকুল ইসলাম, ফারুক হোসেন, জালাল উদ্দীন, পলাশ, মাসুদ চৌধুরী, হাসান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।