রংপুরে হাবিব উন নবী সোহেলের মা‘র নামাজে জানাজা অনুষ্ঠিত : বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ এএম, ১০ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৩:২৩ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব জননেতা হাবিব উন নবী খান সোহেল এর মাতা ও কারমাইকেল কলেজের সাবেক প্রফেসর নুরুননবী খান এর সহধর্মীনী বেগম আখতার বানুর নামাজে জানাজা আজ শনিবার বাদ জোহর রংপুর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে নগরীরর নুরপুর কবর স্থানে মরহুমাকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়। জানাজায় রংপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অসংখ্য মানুষ মানুষ শরীক হন।
এর আগে গত শুক্রবার তিনি ঢাকার হলি ফ্যামিলি হস্পিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৪ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানসহ নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাবিব উন নবী খান সোহেল এর মায়ের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন, বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক সইদুল ইসলাম মিজু, সহ সভাপতি রুহুল আমিন বাবলু, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান লাকু, সাংবদিক সালেকুজ্জামান সালেক, সাগঠনিক সম্পাদক আব্দুস সালাম.মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক মহিলা কাউন্সিলর আরজানা বেগম।
জেলা বিএনপি‘র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, সহ সভাপতি এডভোকেট আফতাব হোসেন, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, সাগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, আমিনুল ইসলাম রাঙ্গা। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।