প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা আ.লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ এএম, ৩ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ১২:১৯ পিএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় আহসান হাবিব ওরফে টিটেন বাবু নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। আওয়ামী লীগ নেতাসহ ওই নারীকে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতারা। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে ওই নারী ও আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে সপোর্দ করা হয়।
গতকাল শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিনোদপুরের গাঁড়াটোলা এলাকাতে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা আহসান হাবিব ওরফে টিটেন বাবু বিনোদপুর এলাকার কালিগঞ্জ গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। তার রাজনৈতিক পদটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কবির মুক্তা। স্থানীয়রা জানান, আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী টিটেন বাবু। চেয়াম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাতে নিয়মিত গণসংযোগ করছেন তিনি। প্রায়ই দুবাই প্রবাসীর স্ত্রী ওই নারীর কাছে যাতায়াত করতেন টিটেন। শুক্রবার রাতে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় আটক করে। কাজ করছিলেন। পরে তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, তাদের দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে।