রংপুরে শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে হাতাহাতি দলীয় উপদেষ্টা লাঞ্ছিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০১ এএম, ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৪৪ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
রংপুরে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে হাতাহাতি ও উপদেষ্টা লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে।গত মঙ্গলবার রাতে রংপুর মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আলোচনা সভায় বক্তব্য দেয়া কে কেন্দ্র করে দু‘গ্রুপের মাঝে প্রথমে কথাকাটা কাটি পরে মারপিটের ঘটনা ঘটে। এসময় মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও রংপুর জেলা মটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি একেএম মোজাম্মেল হক সহ বেশ ক‘জন নেতাকর্মী প্রতিপক্ষের হাতে লাঞ্চিত হয়।
আজ বুধবার দুপুরে এর প্রতিবাদে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সন্মেলন করেছেন মোজাম্মেল হক।
সংবাদ সন্মেলনে একেএম মোজাম্মেল হক লিখিত বক্তবে বলেন, আমি দীর্ঘ দিন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং দীর্ঘ দিন থেকে দলকে আমি বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন অনুষ্ঠানে আলোচনা সভায় মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা হিসেবে আমি আমার অনুভূতি ব্যক্ত করার জন্য ইচ্ছা প্রকাশ করে হতে মাইক্রোফোন নেই।
আমি কথা বলা শুরু করলে আমার হাত থেকে মাক্রোফোনটি ছিনিয়ে নেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খায়রুল কবীর চাঁদ। এর প্রতিবাদ করলে মহানগর আওয়ামীলীগ সভাপতি সফিয়ার রহমানের র্নিদ্দেশে তার পক্ষের লোকজন আমাদের উপর চড়াও হয়। তারা মারমূখী হয়ে উঠে। এর এক পর্যায়ে শাফিউর রহমান সাফি আমাকে লাঞ্ছিত করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে দলের অন্যান্য নেতাকর্মীরা আমাকে উদ্ধার করে। এ ঘটনায় আমি মর্মাহত হয়েছি। আমি শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েছি। সভাচলাকালে এ ধরনের অশালীন কার্যক্রম দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে সাংবাদ সন্মেলনে তিনি জানান।
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক জানান, তাকে লাঞ্ছিত ও হেনস্থা করার পিছনে রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি শাফিয়ার রহমান সফি রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর প্রত্যক্ষ মদদ রয়েছে।
এব্যাপারে রংপুর মহানগর আওয়ামীলীগের সাভাপতি শাফিয়ার রহমান সফির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সভা শেষ করার পর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক আপত্তিকর বক্তব্য শুরু করলে দলের নেতা-কর্মীরা তাকে থামিয়ে দেন। তাকে কেউ লাঞ্ছিত বা আঘাত করেনি।
রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল জানান, মোজাম্মেল হকের পরিবার আওয়ামী পরিবার। রংপুরে আওয়ামীলীগকে তাদের পরিবার পৃষ্টপোষকতা করে আসছেন। দলের উপদেষ্টা হিসেবে তাকে বক্তব্য দিতে বলা হয়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বিপত্তি ঘটে। এসময় রংপুর মহানগর আওয়ামীলীগের সাভাপতি শাফিয়ার রহমান সফি মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খায়রুল কবীর চাঁদ বাধা দেয়।