সুঘাট ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২০ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৫০ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে স্থানীয় কল্যানী বাজার প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয়। সুঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে শুরুতে জাতীয়-দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা-উপজেলা বিএনপির নেতারা।
প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরে আছে। বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই এই জুলুমবাজ অবৈধ সরকারকে বিদায় করতে হবে। এজন্য দলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে হবে। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির আহবায়ক মাহবুবর রহমান বকুল, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ শফিকুল আলম তোতা, সিনিয়র যুগ্ম আহবায়ক কে.এম মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির সদস্য সাবেক ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা আহবায়ক কমিটির সদস্য পিয়ার হোসেন পিয়ার, রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, জেলা বিএনপির নেতা শেখ তাহা উদ্দিন নাইন, শহীদুন্ননবী সালাম, এনামুল হক সুমন, স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী হেলাল, জিহাদুল ইসলাম জিহাদ, শেরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ. সদস্য সচিব নুরুল ইসলমা নূর, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, আবু রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্সল প্রমুখ বক্তব্য রাখেন।
পরে দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে পাঁচ সদস্য বিশিষ্ট সুঘাট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি হুমায়ুন করিব বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক কে.এম মানিক, যুগ্ম সম্পাদক শুকুর মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।