দেশে বিরোধী দল নেই, আ’লীগ একতরফা সব করছে, এটা হচ্ছে দুঃশাসন - কাদের মির্জা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ এএম, ১৯ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১২:৩৭ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেছেন, আজকে দেশে বিরোধী দল নেই। আওয়ামী লীগ একতরফা সব করছে। এটা হচ্ছে দুঃশাসন। দেশে দুঃশাসন চলছে। একতরফা সব হচ্ছে। সব লুটপাট করছে। কেউ বলার নেই। আর ক্ষমতায় বেশি দিন থাকলে যা হওয়ার তাই হচ্ছে। এখন সবাই আখের গোছানোর কাজে ব্যস্ত। আমরা বক্তৃতা দিয়ে বলি, বিএনপি দুর্নীতিতে চার-পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। দেয়ালের লিখন পড়ন সরকার বাহাদুর। এখন বলবো, মানুষের হৃদয়ের খবর নিন জননেত্রী শেখ হাসিনা। আজকে আপনারা চ্যাম্পিয়ন নন, আরও বড় চ্যাম্পিয়ন হবেন। যদি এখন খোঁজখবর নেন। নেত্রী আপনার সকল অর্জন শেষ করে দিচ্ছে রাজনীতিবিদ-প্রশাসন। আজকে দলের প্রতি আর রাজনৈতিক নেতাদের প্রতি ঘৃণা এসেছে।
বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আরও বলেন, ‘আমি জানি ভবিষ্যতে বাংলাদেশে আজকে যে অপরাজনীতি, অনিয়ম, দুর্নীতি, ভোট চুরির রাজনীতি চলছে তার অবসান ঘটনোর জন্য সাংবাদিকরা সাথে থাকবেন।
আজ শনিবার সকাল ১১টায় বসুরহাট পৌরসভা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা মেয়র কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও গত সংসদ নির্বাচনের প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে নির্যাতনের অভিযোগ আনেন। এ প্রসঙ্গে কাদের মির্জা রাঙ্গাকে বানর আখ্যা দিয়ে বলেন, পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ তিনি। এই রাঙ্গা সেই রাঙ্গা। যে রাঙ্গাকে পৌরসভার মেয়র থেকে মন্ত্রী করেছেন শেখ হাসিনা। আজকে সেই রাঙ্গা প্রধানমন্ত্রীকে বলে স্বৈরাচার। এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনকে বলে মাদকাসক্ত, ইয়াবাখোর। তখন কি ইয়াবা ছিল? এই পাগল, কোথা থেকে এনে এদের মন্ত্রী বানায়, আমি বুঝি না। এরা বানর, বানর। রাঙ্গা পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ। পরিবহন জগতকে ধুয়েমুছে খেয়েছেন আপনি। আজকে বড় বড় কথা বলেন। আর আমাকে বলেন আমি বিতর্কিত।
এ সময় মেয়র কাদের মির্জা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘আপনি আপনার স্ত্রীকে সামলান। একরাম থেকে, নিজাম হাজারীকে মন্ত্রীর স্ত্রী দেড় কোটি টাকা দিয়েছে আমাকে হত্যার জন্য। ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের খবর রাখেন না। আজকে তার স্ত্রী চালান মন্ত্রণালয়। রোডস চালায় কে? রোডস চালায় সচিব নজরুল ও তার স্ত্রী। সেতু মন্ত্রণালয় চালায় দুর্নীতিবাজ বেলায়েত। আমি যদি মিথ্যা কথা বলি জিহ্বা কেটে দেব। ওবায়দুল কাদের বলেছেন, ঘরে ঘরে চাকরি দিবেন। তিনি ঘরে ঘরে চাকরি দেননি। তিনি দিয়েছেন কি? তিনি দিয়েছেন ঘরে ঘরে মামলা এবং হামলা। আপনার কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে বাড়িঘর। বিদেশে তাদের বাড়ি-গাড়ি, বাংলাদেশে ফ্ল্যাট, গাড়ি। আর আমার কর্মীরা দুই বেলা খেতে পায় না। ওবায়দুল কাদের সাহেব জবাব আপনাকে দিতে হবে, দিতে হবে। যে মহিলারা বাড়ি বাড়ি আপনার জন্য ভোট চাইছে আজকে তাদের বস্ত্র নেই। আপনার স্ত্রী ২৫ লাখ টাকা দামের শাড়ি পরে। আর তারা দু শত টাকার একটি শাড়ি পরে চলতে পারে না। এটা হচ্ছে দৃশ্য। কোথায় ব্যস্ত থাকেন, সব খবর আছে। সত্য কথা কইলে পাগল বলে। মাঝে মধ্যে মেলা লোকে কয় মির্জা মনে হয় হাগল।’
তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করব। আগামী শনিবার বিকেলে প্রত্যেকটা ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আগামী সাত দিন সময় দিলাম। এরপরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এরপরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ। এরপরে ছাত্রলীগ ও মহিলাদের বিক্ষোভ হবে। এরপরে উপজেলার অনিয়মের প্রতিবাদে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ঘেরাও করা হবে। এরপরে ঢাকাতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করব। এরপরেও দাবি মানা না হয় তাহলে অনশনসহ কঠোর আন্দোলনের ডাক দেব।’