জয়পুরহাটে নানা কর্মসুচীর মাধ্যমে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৩ তম বার্ষিকী পালন করা হয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৩ পিএম, ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:০৭ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জয়পুরহাটে নানা কর্মসুচীর মাধ্যমে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৩ তম বার্ষিকী পালন করা হয়।
আজ বৃহস্পতিবার জেলা বিএনপির কার্য্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতিকৃতিতে মাল্য দান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ ছামছুল হক,যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদরানা প্রধান,আ: ওয়াহাব, সংসদ সদস্য মনোনীত প্রাথী ফজলুর রহমান, সদও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী জাহেদা কামাল,জেলা বিএনপির সদস্যনাজমা আক্তার রুপালী, মহিলা নেত্রী অন্তরা, রেখা বেগম,রুবী ,আইভি ,নাসরিন সহ অন্যান্যরা।
বক্তারা বলেন স্বাধীনতার ৫০ বছর পূর্তীতে আজ স্বাধীনতার ঘোষক, সেক্টও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে নিয়ে মিথ্যার বেসাতি শুরু হয়েছে। বাংলার জমিন যতদিন থাকবে জিয়ার সৈনিকরা যতদিন বেচে থাকবে, ততদিন জিয়া বাংলার মানুষের হৃদয়ে বেচে থাকবে। তাকে কেউ সরাতে পারবেনা।