বগুড়ার শেরপুরে শাহ বন্দেগি ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:০৩ এএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১০ নং শাহ বন্দেগি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় মামুরশাহী ফাসিতলা সালেহা পাবলিক স্কুল কার্যালয়ে শাহ বন্দেগি ইউনিয়ন বিএনপি'র আহবায়ক আব্দুল হাই সিদ্দিকী হেলালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপি'র আহবায়ক মাহবুবুর রহমান বকুল, শেরপুর উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কে,এম, মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, শেরপুর পৌরসভার সাবেক মেয়র বাবু স্বাধীন কুমার কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর শহর বিএনপি'র আহবায়ক ইসাহাক আলী সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, শেরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য সচিব নুরুল ইসলাম নূর, যুবদল নেতা আবু রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ মোঃ কাওছার আলী কলিন্স, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
পরে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটে আব্দুল হাই সিদ্দিকী হেলাল কে সভাপতি ও জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক, শাহজাহান আলী কে সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ কে যুগ্মসাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সরকার তারেক রহমানকে ভয় পায়। এজন্য তারা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়ে দমিয়ে রেখেছে। তারা দেশকে আজ দুর্নীতির আখড়ায় পরিণত করেছে।