জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার শামিল - নায়াব ইউসুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ এএম, ৪ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৫:২৪ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করারই শামিল। এদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ধারাবাহিক অপচেষ্টা চলছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত।
আজ শুক্রবার বিকেলে শহরের কমলাপুরে ময়েজমঞ্জিলে ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজওয়ান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সহ-সভাপতি ওবায়দুল কাদের, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজ্জাজ বিন ইউসুফ, জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান, মহানগর যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসপন অনু, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, রুকসুর সাবেক ভিপি মো. সেলিম হোসেন, কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি নাদিম মো. রুবেল, শহর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মাহবুব, সাবেক সিবিএ নেতা মজিবুর রহমান দিলীপ প্রমুখ। সভা সঞ্চালনা করেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমএম ইউসুফ ওরফে ভিপি ইউসুফ এবং কোতোয়ালি থানা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী সাইফুল ইসলাম।
সভায় বক্তাগণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ভিত্তহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জিয়া উদ্যান হতে শহীদ জিয়ার মাজার সরানোর কোন ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দেয়া হবেনা। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমেদ।